পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে
মানিকছড়িতে ইউপিডিএফ এর অর্ধদিবস সড়ক অবরোধ পালিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন-১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কারবারি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফ এর ডাকে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে। বুধবার (১৫ মে) সকালে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পিচলাতলা ও গভামারা এলাকায় সড়কে গাছ ফেলে, টায়ার জ¦ালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে ইউপিডিএফ ও সহগোগি সংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে সকাল ৮টার দিকে উপজেলার ময়ূরখীল এলাকায় একটি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আগুন নেভানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় দুই ঘন্টা খাগড়াছড়িগামী সব ধরণের যান চলাচল বন্ধ থাকে। তবে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহণ চট্টগ্রামের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এছাড়াও ময়ূরখীল এলাকায় গুইমারাগামী একটি মোটরসাইকেল ভাংচুর করে অবরোধাকারীরা। সেই সাথে তার কাছ থেকে মোবাইল ফোন ও ম্যানিব্যাগ ছিনিয়ে নিলেও পরে তা ফেরত দেয় পিকেটাররা।
অন্যদিকে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলাকালীন সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসসহ অন্যান্য সব ধরণে যানবাহণ মানিকছড়ির প্রবেশধার ফরেনার চেকপোষ্টের সামনে আটকে রাখা হয়। পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় অভ্যন্তরীণ যান চলাচলা স্বাভাবিক রাখা হয়।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধের সমর্থনে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ূরখীল, পিচলাতলা এলাকার কয়েকটি স্থানে গাছ কেটে, টায়ার জ্বালিয়ে ও অটোরিক্সায় আগুণ ধরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে অবরোধকারীরা। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। তবে গচ্ছাবিল থেকে ছেড়ে আসা মোঃ নুরুল ইসলামের একটি অটোরিক্সায় আগুণ ধরিয়ে দেয় অবরোধকারীরা। এছাড়া বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।