খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ৪নং দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দূঅর (মূখ) এলাকার একটি বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে এক পরিবার। বুধবার (১৫মে) দুপুর ১টায় বাঘাইছড়ি দূঅর (মূখ) এলাকার প্রেমকুমার চাকমা (৫৫) এর বসতঘর হঠাৎ আকস্মিক আগুন ধরে যায়।
প্রেম কুমার চাকমার পুত্রবধু কালাদেবী চাকমা বলেন, আত্মীয়র বাসায় নিমন্ত্রণে গেলে পরে শুনি যে আমার ঘরে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি ঘরে চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। আশপাশে কোন পানি না থাকায় আগুন নিভানো সম্ভব হয় নাই। ঘর থেকে কিছু বের করতে পানি নাই। ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, ধান চাল, টাকা পয়সা সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে ৮০-৯০ হাজার টাকামত ক্ষতি হয়েছে। এখন নতুন করে ঘর তৈরি করা পক্ষে সম্ভব না। অন্যের ঘরে বা বাহিরে তাবু টাঙ্গিয়ে থাকতে হবে বলে জানান।
প্রতিবেশি অনিমেষ চাকমা বলেন, আমরা সবাই একটি নিমন্ত্রণে গিয়েছিলাম হঠাৎ শুনি ঘরে আগুন ধরে গেছে এসে দেখি সবকিছু পুড়ে গেছে।
৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, খবর পেয়েছি আমার এলাকায় একটি গরীব পরিবারের ঘর পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সহায়তা করা হবে।