[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

৭৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা ৪নং দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দূঅর (মূখ) এলাকার একটি বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে এক পরিবার। বুধবার (১৫মে) দুপুর ১টায় বাঘাইছড়ি দূঅর (মূখ) এলাকার প্রেমকুমার চাকমা (৫৫) এর বসতঘর হঠাৎ আকস্মিক আগুন ধরে যায়।

প্রেম কুমার চাকমার পুত্রবধু কালাদেবী চাকমা বলেন, আত্মীয়র বাসায় নিমন্ত্রণে গেলে পরে শুনি যে আমার ঘরে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি ঘরে চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। আশপাশে কোন পানি না থাকায় আগুন নিভানো সম্ভব হয় নাই। ঘর থেকে কিছু বের করতে পানি নাই। ঘরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, ধান চাল, টাকা পয়সা সবকিছু পুড়ে গেছে। সব মিলিয়ে ৮০-৯০ হাজার টাকামত ক্ষতি হয়েছে। এখন নতুন করে ঘর তৈরি করা পক্ষে সম্ভব না। অন্যের ঘরে বা বাহিরে তাবু টাঙ্গিয়ে থাকতে হবে বলে জানান।

প্রতিবেশি অনিমেষ চাকমা বলেন, আমরা সবাই একটি নিমন্ত্রণে গিয়েছিলাম হঠাৎ শুনি ঘরে আগুন ধরে গেছে এসে দেখি সবকিছু পুড়ে গেছে।

৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, খবর পেয়েছি আমার এলাকায় একটি গরীব পরিবারের ঘর পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সহায়তা করা হবে।