৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে নির্বাচন
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করবেন। সোমবার (১৩ মে) সকালে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রগতি চাকমা (দোয়াত কলম), অমর জীবন চাকমা (আনারস), রুপম দেওয়ান (কাপপিরিচ) ও জ্যোতিলাল চাকমা (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার (টিউবওয়েল) ও বিনয় কৃষ্ণ চাকমা (বই) প্রতীক পেয়েছেন। অপরদীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোয়ালিটি চাকমা (প্রজাপতি) এবং অনিতা চাকমা (কলস) প্রতীক পেয়েছেন। আগামী ২৯মে ৩য় ধাপে নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপতি রঞ্জন চাকমা সহ, রাঙ্গামাটি সদর উপজেলা ও সহকারী রিটার্নিং অফিসার সালমা নাজনীন উপস্থিত ছিলেন।