বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নের জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১১ ঘটিকায় রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোয়াংছড়ি উপজেলা পুষ্টি কমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা: মংহ্লা প্রু, রোয়াংছড়ি থানা অফিসার ইনর্চাজ মো: পারেভেজ আলী, রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার, ১নং রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।
এসময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মংহ্লাপ্রু বলেন পাহাড়ের বিছিন্ন সন্ত্রাসীর কর্মকান্ড থাকায় পুষ্টি সপ্তাহ ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত থাকলেও পরিস্থিতি কারণে ইন্টারনেট বন্ধ থাকায় উর্ধতম কর্মর্কতার অনুমতি সাপেক্ষে আজ ১৩ মে পালন করা হয়েছে। এলাকার সকল মানুষের পুষ্টি সর্ম্পকে স্বাস্থ্য কর্মীরা যথাযথ সচেতন সেবা দিয়ে আসছেন।