চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নানা আয়োজন নাসিং দিবস পালন
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে রবিবার আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। দিবসটি বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করে হাসপাতাল পরিচালক ডাঃপ্রবীর খিয়াং। নার্স দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য হলো “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি।
দিবসটি উপলক্ষে হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আলোচনা অনুুষ্ঠিত হয়।সিনিয়র স্টাফ নার্স রানা সরকার ও চিংথুইমা খিয়াংএর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সিনিয়র নাসিং সুপারভাইজার মিসেস নমিতা বিশ্বাস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, হাসপাতালের ক্লিনিক্যাল চীফ এবং সার্জারি কনসালটেন্ট ডা: বিলিয়ম এ সাংমা ও খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই। এছাড়া অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ অলকা চৌধুরী, ইনচার্জ রেনুকা ঢালি, সাবেক ওটি ইনচার্জ অনুপ কুমার বিশ্বাস এবং শিক্ষানবিস নার্স অর্পা বাড়ৈ ও গ্লোরিয়া বর্মন। সন্ধ্যা সাড়ে ৭ টায় কেক কাটা এবং ছাত্র ছাত্রী ও স্টাফ নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়।