বান্দরবানে এসএসসি পাসের হার ৭২.৭৫ শতাংশ
॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার জেলা বান্দরবানের পাসের হার বেড়েছে। চলতি বছরের পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছরের এসএসসি পরিক্ষা পাসের হার বেড়েছে দুইগুণ। গেল বছরের জেলা বান্দরবানে এসএসসি পরিক্ষারপাসের হার ছিল ৭০ দশমিক ৩০ শতাংশ। রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম এসব তথ্য জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস তথ্য মতে, এবার বান্দরবান জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কারিগরি, মাদ্রাসার ও স্কুলের অংশগ্রহণ করেছিল ৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। তারমধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬শত ৯০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১০০শত জন শিক্ষার্থীর।
জেলা শিক্ষা অফিস জানায়, স্কুলভিত্তিক এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছে ৪ হাজার ৪শত ৫৯ জন শিক্ষার্থীর। উত্তীর্ণ হয়েছে ৩ হাজারা ২শত ৩জন ও জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। এবার স্কুলের পাসের হার ৭১ দশমিক ৮৩ শতাংশ। তার মধ্যে ব্যবসা বিভাগে ৭৩ জন উত্তীর্ণ হয়ে এগিয়ে রয়েছে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, মানবিক বিভাগে ১শত ১জন উত্তীর্ণ হয়ে ঘুমধুম উচ্চ বিদ্যালয় ও বিজ্ঞান বিভাগে ১শত ৫জন উত্তীর্ণ হয়ে এগিয়ে আছে বান্দরবান ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
মাদ্রাসা ভিত্তিক এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছে ৪শত ২৩ জন পাশ করেছে ৩শত ৪০ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬জন। যার পাশের মান ৮০ দশমিক ৩৭ শতাংশ। মানবিক বিভাগে ৭৯ জন উত্তীর্ণ হয়ে এগিয়ে রয়েছে লাইনঝিড়ি মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বিজ্ঞান বিভাগে ১৩ জন উত্তীর্ণ হয়ে এগিয়ে আছে মদিনাতুল উলুম মডেল ইন্স সিনিয়র মাদ্রাসা।
কারিগরি বিভাগের পরিক্ষায় অংশ নিয়েছে ১শত ৯০জন, উত্তীর্ণ হয়েছে ১শত ৪৭জন ও জিপিএ-৫ পেয়েছে ১জন। যা পাশের হার ছিল ৭৭ দশমিক ৩য় শতাংশ। বিজ্ঞান বিভাগের ৯২জন উত্তীর্ণ হয়ে এগিয়ে রয়েছে বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও জিপিএ-৫ একজন উত্তীর্ণ হয়ে এগিয়ে রয়েছে টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউট।
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, গতবারের বন্যার কারণের শিক্ষার্থীদের পড়াশোনা কিছুটা ঘাটতি ছিল। কারণ সে সময় বন্যাতে সব বই নষ্ট হয়ে গিয়েছিল। তাই পড়ালেখা তেমন করতে পারেনি শিক্ষার্থীরা। তবে গত বছরের তুলনায় চলতি বছরের পাশের হার বেড়েছে। ভবিষ্যতে এর চেয়ে আরো পাশের হার বাড়বে বলে আশাব্যক্ত করেন এই কর্মকর্তা।