কাপ্তাইয়ে সিএজি কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও সভা হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১০টায় কাপ্তাই বড়ইছড়ি উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অঅনুষ্ঠিত হয়।
এস এ এস সুপারিন্টেনডেন্ট অরুনণাংশু তনচংগ্যার সঞ্চালনায় ৩দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ এসকান্দর। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার ৩ দিনব্যাপী সেবা সপ্তাহ বিষয়ে কার্যালয়ে সামনে বুথ খোলা হয়েছে। সভায় উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।