আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত
রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা অ্যাড. কাজী মঈনুল ইসলাম হাসানকে সংবর্ধনা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে আসামবস্তি মাশরুম সেন্টার হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান, এসএসসি ৮৪ ব্যাচের ইলোরা চাকমা, শামীম মোস্তফা, ইমাম হোসেন ও জয়নাল আবেদীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম। অনুষ্ঠানে বক্তারা বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এর পাশাপাশি বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সংক্ষিপ্ত আলোচনার পর রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের পক্ষ থেকে এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দরা।