[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়িতে জয়ী হলেন যারা

৭২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৪টি উপজেলার মধ্যে মানিকছড়ি ও রামগড়ে চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। এছাড়া মাটিরাঙায় নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম। তবে দুইটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় লক্ষীছড়ি উপজেলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।

মানিকছড়ি উপজেলায় বেসরকারি ফলাফলে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। তিনি পেয়েছেন ২২ হাজার ৪৬২ ভোট। তাঁর নিকটতম প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৩৬১ ভোট। আরেক প্রার্থী মোঃ আব্দুল হামিদ পেয়েছেন ৫শ ৯০ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়। তিনি পেয়েছেন ১০ হাজার ২২৩ ভোট। তাঁর নিকটতম উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু পেয়েছেন ৯ হাজার ৫২১ ভোট। এছাড়া জাহেদুল আলম পেয়েছেন ৬ হাজার ৯শ ৯৫ ভোট, মোঃ মোকতাদের হোসেন পেয়েছেন ২ হাজার ৬শ ৮ ভোট । অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি। তিনি পেয়েছেন ১৭ হাজার ৬৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক ভাইস চেয়ারম্যান (৪র্থ উপজেলা পরিষদ) রাহেলা আক্তার পেয়েছেন ১১ হাজার ৬০ ভোট। মানিকছড়িতে ৫৫ হাজার ৭৪ ভোটারের মধ্যে ৩০ হাজার ৩শ ৯৪জন ভোটার ভোট দিয়েছেন। যা মোট ভোটের ৫৫.১৮ শতাংশ। রাত সাড়ে ৮ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শওকত আলী চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

রামগড় উপজেলায় বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিশ্ব প্রদীপ ত্রিপুরা । তিনি পেয়েছেন ১৩ হাজার ৮শ ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের পেয়েছেন ৮ হাজার ৪শ ৪৭ ভোট। আরেক প্রার্থী কংজঅং মারমা পেয়েছেন ২ হাজার ৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন । তিনি পেয়েছেন ১০ হাজার ৯শ ৭১ ভোট। এছাড়া মো.আনোয়ার হোসেন ৪ হাজার ৪শ ১৫ ভোট, মোঃ ওমর ফারুক ১২শ ২৪ ভোট, মোঃ নুরুল আমিন ৩ হাজার ৮শ ৪৭ ভোট ও মোঃ শামছুদ্দিন মিলন পেয়েছেন ৩ হাজার ৫শ ৩২ ভোট। নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নাছিমা আহসান নীলা । তিনি পেয়েছেন ১৬ হাজার ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাছিনা আক্তার পেয়েছেন ৭ হাজার ৫শ ৬৩ ভোট। রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জমির উদ্দিন চৌধুরী বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

মাটিরাঙা উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কৈ মাছ প্রতীকে আবুল কাশেম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ২শ ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৮শ ২১ ভোট, মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৭ শ ৪৭ ভোট। এছাড়া মো.রহিছ উদ্দিন পেয়েছেন ২শ ৫ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলী হোসেন । তিনি পেয়েছেন ১২ হাজার ৯শ ৪১ ভোট। এছাড়া জ্ঞনি রঞ্জন ত্রিপুরা ৫ হাজার ৬শ ৫৩ ভোট, মোঃ জালাল মিয়া ১০ হাজার ৩শ ১ ভোট ও দেলোয়ার হোসেন পেয়েছেন ৮ হাজার ৮শ ৬ ভোট। নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমেনা বেগম। তিনি পেয়েছেন ১৯ হাজার ৩শ ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগম পেয়েছেন ১০ হাজার ৯শ ৭ ভোট। অন্য প্রার্থী হাছিনা বেগম ৬ হাজার ৭শ ৯৪ ভোট।

এদিকে মানিকছড়ি উপজেলার গভামারা সরকারি উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু কঞ্জুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান ও সহায়তার অভিযোগে ৫ ব্যক্তিকে ২২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান। এদের মধ্যে ৩জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তরা হলেন মানিকছড়ির গভামারা এলাকার মোঃ সম্রাট (১৮), মোঃ ইউসুফ আলী (৩৩) ও তিনটহরী মাস্টার পাড়ার মোঃ রানা (২২)। বিষযটি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি নির্বাচন কর্মকর্তা মোঃ শওকত আলী।

উল্লেখ্য যে গত বুধবার (৮মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।