৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
বরকলে দুই পোলিং অফিসারের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ
॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী সন্তোষ কুমার চাকমার নির্বাচনি প্রচারণাকালে দুই পোলিং অফিসার মোঃ রবিউল ও শেখ কামাল এর বিরুদ্ধে নির্বাচনি প্রচারে অংশ নেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, মোঃ রবিউল একজন সহকারি শিক্ষক। বর্তমানে বড় হরিণা ইউনিয়নে ভাইমিটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। আর তিনি উপজেলা পরিষদ নির্বাচনে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর ব্যক্তি শেখ কামালও একজন সহকারি শিক্ষক। বর্তমানে তিনি গৌরস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।তবে তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন কলাবুনিয়া নিকসেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার ( ২৮এপ্রিল) আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী সন্তোষ কুমার চাকমা নির্বাচনি প্রচারের জন্য আইমাছড়া ইউনিয়নে কলাবুনিয়া বাজারে পথসভা করেন। ওইসময় দুই পোলিং অফিসার মোঃ রবিউল ও শেখ কামাল কে নির্বাচনি প্রচারে অংশ নিতে দেখা যায়। এমনকি প্রচারণায় দুই পোলিং অফিসার অংশ নেয়ার ছবিসহ প্রমাণও পেয়েছেন এমনটা অভিযোগ সন্তোষ কুমার চাকমার প্রতিপক্ষ দলের।
এই প্রসঙ্গে পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত মোঃ রবিউল জানান, আমি সবজি কেনার জন্য বাজারে (কলাবুনিয়া বাজার) গিয়েছিলাম। ওইসময় আমি সন্তোষ কুমার চাকমা (চেয়ারম্যান প্রার্থী) কে প্রচারণায় দেখতে পাই। তাদের প্রচারণার সময় আমি বাজারে রাস্তার একপার্শ্বে দাড়িয়ে দেখেছিলাম মাত্র। অভিযোগটির প্রসঙ্গে জানার জন্য শেখ কামাল এর সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা বলেন, দুই পোলিং অফিসারের নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ার বিষয়ে তিনি অবগত নন। আর জনসভায় যেকেউ থাকবেন এটাই স্বাভাবিক। বক্তব্য দেয়ার সময় যেকেউ থাকে। আমি তো তাদের (পোলিং অফিসার) ডেকে নিয়ে আসিনি। যদি কোনো প্রমাণ থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
এ ব্যাপারে উপজেলা সহ নির্বাচন কর্মকর্তা মংথৈছা মারমা জানান, এ ব্যাপারে এখনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আসেনি।