মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে হেল্প ডেস্ক চালু
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এই শ্লোগানে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষে সেবা গ্রহীতাদের সুবিধার্থে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারে ফিতা কেটে এই হেল্পডেস্কের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন তথ্য তুলে ধরে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান আগামী দিনের সুরক্ষার জন্য সবাইকে সর্বজনীন পেনশন স্কিম চালু করার আহ্বান জানান। এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোঃ ছালেহ, খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী জানান, এখন থেকে এই হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ সর্বজনীন পেনশন স্কিম চালু করতে সকল সেবা পাবে।উপজেল প্রশাসনের হেল্প ডেস্কের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কর্মচারী সাধারণ জনগণকে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে যাবতীয় সহযোগিতা প্রদান করবে। এরপর তিনি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে ‘চেতনায় ৭১’ ও মাটিরাঙ্গা অফিসার্স ক্লাবের নতুন অফিস উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান ও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।