খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
৮ই মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০এপ্রিল) দিনব্যবী মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মশালা শেষে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসান, দিঘীনালা নির্বাচন কর্মকর্তা শাহেনশাহ লতিফুল খায়ের, রামগড় নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, মানিকছড়ি নির্বাচন কর্মকর্তা শওকত আলী প্রমুখ ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলার ৩৬টি ভোটকেন্দ্রে ৪৩জন প্রিজাইডিং, ২শত ৩৭ জন সহ-প্রিজাইডি এবং ৪শত ৭৪পোলিং অফিসার কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের আহবান জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
প্রসঙ্গত, ১টি পৌরসভাসহ ৭ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯০হাজার ৩শত ৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬হাজার ১শত২০জন। মহিলা ভোটারের সংখ্যা ৪৪ হাজার ২শত ৬২জন।