কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন
কাপ্তাইয়ে চেয়ারম্যান ২ ভাইস ভাইস চেয়ারম্যান ১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান ১জন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে।
মঙ্গলবার (৩০এপ্রিল) বিকেল ৪ টার আগে ৩জন প্রার্থী স্ব-ইচ্ছায় নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব ও বিপ্লব মার্মা এবং ভাইস চেয়ারম্যান পদে আরিফুল ইসলাম বাবু মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেন।
এদিকে প্রার্থীতা প্রত্যাহার নিয়ে উপজেলায় চলছে নানান গুঞ্জন। তবে প্রার্থীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্ভন্ধিতা থেকে সড়ে দাঁড়ান।