[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পরদীঘিনালা ৭ বিজিবি’র গেইট এখন বীর প্রতীক আবুল হাসেম নামে নাম করণকাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতারাঙ্গামাটি বধির বিদ্যালয়ে ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাম্বুটান ফল চাষে সম্ভাবনার নতুন দিগন্তখাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪জাতীয় সমাবেশকে সফল করতে গুইমারা উপজেলা জামায়াতের মিছিলবান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত ও আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার

৮২

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফের দুই সদস্য নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ অনান্য সরঞ্জামাদি। রবিবার (২৮ এপ্রিল) সকালে রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই ঘটনাটি হয়।

তবে নিহতদের নাম এখনো পাওয়া যায়নি। দুপুরে বেলা একটায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপি আর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট আর্মির দুইজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এই ঘটনায় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমানে গোলাবারুদ, ওয়াকিটকিসহ অনান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়রা জানায়, রবিবার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয়রা।

এদিকে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। যৌথ অভিযানে এপর্যন্ত কেএনএফ এর ৭৮ জনকে সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গত ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় কেএনএফ এর সদস্য লালরেণ রোয়াত বম নামের যুবক।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, স্থানীয়রা বাকলাই এলাকায় দুটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারা যাবে বলে ওসি জানান।