[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদারজীবিকা ও উন্নয়নের সংগ্রামে আত্মনির্ভরতার ছবি পাহাড়ের অনেক নারীখাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনমাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনরামগড়ে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়মাটিরাঙ্গা জোনের অভিযানে ৯২.৭ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ৭দিন পর বন্ধ করা হল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাটরাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!
[/vc_column_text][/vc_column][/vc_row]

শিশু জুনায়েদ এর রোগ মুক্তির জন্য মানবিক সহযোগিতার আবেদন

৬১

॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদু উপজেলার মাইনীমূখ ইউপির হাজাছড়া এলাকার মোঃ ইউসুফের শিশু পুত্র মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জুনায়েদ দীর্ঘদিন যাবৎ ব্রেইন টিউমার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটি শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায়, বৃহস্পতিবার (২৫এপ্রিল) চিকিৎসকরা জিজ্ঞেস করেছিলেন, এতদিন কেন রোগীকে হসপিটালের আনা হল না। তখন রোগীর স্বজনরা জানিয়ে, তাদের হাতে টাকা ছিল না, এবং তাদের অসহায়ত্বের বিষয় গুলো তুলে ধরেছেন, চিকিৎসকরা বলেছেন, আপনাদের এলাকায় কি কোন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান নাই যে, যারা শিশুটির জন্য উদ্যোগ নিয়ে কাজ করে শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসবে। তখন রোগীর স্বজন কর্তৃক ভয়েস অব লংগদু এর মানবিক উদ্যোগের কথা জানিয়েছেন। এবং ঢাকা মেডিকেলের নিউরোলজির একজন মানবিক চিকৎসক ইন্টারনেট সার্চ করে ভয়েস অব লংগদু এর ফেসবুক পাতায় শিশু জুনায়েদ কে নিয়ে পোস্ট সমুহ দেখে আবেগ-আপ্পুত হয়ে কয়েকজন মানবিক চিকিৎসককে নিয়ে জরুরি চিকিৎসা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়, এবং তাদের উর্ধতনদের নিকটও শিশুটির অসহায়ত্বের বিষয় এবং শিশুটিকে নিয়ে আমাদের মানবিক কার্যক্রম গুলোর কথা তুলে ধরেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিউরোলজি বিভাগের চিকিৎসকরা আন্তরিক হয়ে শিশুটিকে দ্রুত অপরশনের উদ্যোগ নেয়। অপারেশনের চিকিৎসক খরচের বিষয়টিতে তারা মানবিক হয়, কিন্তু অপারেশন পরবর্তী আইসিইউ ওটি এবং জরুরী মেডিসিন এর জন্য টাকা ম্যানেজ রাখতে বলেছেন।

লংগদু উপজেলার সর্বস্তরের মানবিক ভাই বন্ধু শুভাকাঙ্খী ও প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জরুরি ভিক্তিতে ভয়েস অব লংগদু কর্তৃক গঠিত শিশু জুনায়েদ এর চিকিৎসা ফান্ডে মানবিক দৃষ্টিকোন হতে আর্থিক সহোযোগিতা জমা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার আন্তরিকতার জন্য, বিকাশ/নগদ পার্সোনাল-০১৬২২৩৪৮৫৭১ নম্বর এ আর্থিক সাহার্য্য পাঠাতে।