[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রাঙ্গামাটিতে বৈঠক

অদৃশ্য শক্তি বলতে কিছু নেই, শেখ হাসিনা না হলে সাজেকেও সড়কের উন্নয়ন হতো না

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কোথাও কমতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে বাঘাইছড়ির সাজেকেও সড়কের উন্নয়ন হতো না। অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অভিযান চলছে। এখানে অদৃশ্য শক্তি বলতে কিছু নাই। বৃহস্পতিবার (২৫এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং, এমপি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু ভিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের ২৯৯ রাঙ্গামাটি আসনের দীপংকর তালুকদার, এমপি, সংরক্ষিত আসনের জ্বরতি তঞ্চঙ্গ্যা, এমপি, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুইপ্রু চৌধুরী (রাঙ্গামাটি) ক্যশৈহ্লা (বান্দরবান), মংসুইপ্রু চেীধুরী (খাগড়াছড়ি), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি গৌতম চাকমা, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান, এনডিসি, যুগ্ম সচিব ও উপ সচিববৃন্দ, তিন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ সহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, দেখুন সাজেকের মতো জায়গায় এখন সড়ক উন্নয়নের কাজ চলছে। সীমান্ত সংযোগ সড়কের জন্য একশত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং দরপত্রও আহ্বান করা হয়েছে। তিনি কাপ্তাই হ্রদের ডেজিং খুব শিগ্রই দৃশ্যমান হবে বলে জানান। অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অভিযান চলছে। এখানে অদৃশ্য শক্তি বলতে কিছু নাই। উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতি বীর বাহাদুর ঊশৈসিং, এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামে নতুন উন্নয়ন প্রকল্প, প্রাথমিক শিক্ষার বিষয়ে সম্মিলিত আলোচনা হয়েছে। বৈঠকে বান্দরবানের সাম্প্রতিক ঘটনার বিষয়ে কোন আলোচনা হয়নি। যারা দায়িত্বে আছেন তাঁরা কাজ করছেন বলে উল্লেখ করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সুত্র জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল দ্বিতীয় বৈঠক। বৈঠকে তিন পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য সহ যোগাযোগ খাতের উন্নয়নের উপর জোর য়ো হয়।