উপজেলা পরিষদের নির্বাচন ১ম ধাপ
রাঙ্গামাটির ৪ উপজেলায় নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
নির্বাচন কমিশনের ঘোষনার ১ম ধাপের নির্বাচনে রাঙ্গামাটির ৪টি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩এপ্রিল) রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন।
এদিকে মঙ্গলবার প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় ৪টি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন, কাউখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন, জুরাছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন এবং বরকল উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
এর আগে সোমবার (২২এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার চার উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।