৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন
তথ্য গোপন করায় রামগড়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে খাগড়াছড়ির রামগড়ে অংশগ্রহণকারী ৩ জন চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে এক জনের মনোনয়ন পত্র বাতির করা হয়েছে। সোমবার (১৭এপ্রিল) দুপুরে রামগড় উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে যাচাই-বাচাইতে নির্বাচনীয় হলফনামায় তথ্য গোপন করায় চেয়ারম্যান পদে প্রার্থী কংজঅং মার্মার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, মোঃ আব্দুল কাদের, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ আনোয়ার ফারুক, মোঃ নুরুল আমীন, মোবারক হোসেন বাদশা, শামসুদ্দিন মিলন, মোঃ ওমর ফারুক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তার ও নাছিমা আহসান নীলার মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন জানান চেয়ারম্যান পদে প্রার্থী কংজঅং মার্মা নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করায় যাচাইবাছাইতে প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি আরো জানান এ বিষয়ে নির্ধারিত সময়ে হলফনামা সংশোধন করে ডিসি বরাবর আবেদন করলে তা পুনরায় যাচাইবাছাই করে বিবেচনা করা হবে।