মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, মহামুনি বুদ্ধ মেলায় দর্শনার্থীর ঢল
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করে নিয়েছে। রবিবার (১৪এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলেজ সংলগ্ন বটমূলে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় রং বেরংয়ের সাঁজে সজ্জিত হয়ে শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বনিতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।
শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া, জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে তিন পার্বত্য জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ১৪০তম মহামুনি বুদ্ধ মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। দেশের বিভিন্নস্থান থেকে নানা বয়সী হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। আয়োজক কমিটির দাবী এযাবৎকালের সর্বোচ্চ জনসমাগম ঘটেছে মেলায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মেলা শেষ হয়েছে বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন।
অপর দিকে বিকেল সাড়ে ৩টায় আর্ট এন্ড কালচার ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আর্ট এন্ড কালচার ইন্সটিটিউটের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন।