৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ
খাগড়াছড়ির মানিকছড়িতে চেয়ারমান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে ঘষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছে। ১৫ এপ্রিল সোমবার অনলাইনের মনোনয়নপত্র দাখিল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানতের টাকা জমা দেয়ার শেষ দিন ছিল। যার পলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রার্থী ও সমর্থকের পদচারণায় মুখরিত ছিল অফিস পাড়া।
সোমবার (১৫এপ্রিল) সকালে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন এর সমর্থনে হাজারো নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হয় উপজেলা পরিষদ টাউন হলের সামনে। পরে উপজেলা আ.লীগের সিনিয়র নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন পত্রের হার্ড কপি জমা করেন। উপজেলা পরিষদ টাউন হলের সামনে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকের উদ্দ্যেশ্যে উপজেলা মংলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং স্মার্ট মানিকছড়ি গড়ে তুলতে আবারও উপজেলাবাসীর মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।
পরে একে একে চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল হামিদ মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেন। তাছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা অলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি মো সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাং মারমা নিলয়, পাবর্ত্য নাগরিক পরিষদ নেতা মোঃ মোকতাদের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা স্বাক্তার ও নূরজাহান আফরিফ লাকী মনোনয়নপত্র জমা দেন।
ইসির ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মানিকছড়ি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্র উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫৪ হাজার ৭৪ জেলা নির্বাচন অফিস সুত্র জানান।