রামগড়ে এক বৃদ্ধরে ঝুলন্ত মরদহে উদ্ধার
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়রি রামগড়ে পাহাড়ের খাদ থেকে এক অজ্ঞাত বাঙ্গালী বৃদ্ধরে ঝুলন্ত মরদহে উদ্ধার করেেছ রামগড় থানা পুলশি। শনবিার (১৩ এপ্রলি) বিকাল ৪টায় রামগড় উপজলোর ২ নং পাতাছড়া ইউনয়িনরে নাকাপা চাষি নগর এলাকায় পাহাড়ের খাদ থকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
স্থানী সুত্রে জানা গছে, পাহাড়ি টলিায় গরু-ছাগল চড়াতে গিয়ে কছিু শিশু লাশটি দখেতে পেয়ে এলাকাবাসীকে জানায়, পরে এলাকার লোকজন বষিয়টি নাকাপা পুুলশি ক্যাম্পে অবগত করেন।
রামগড় থানার এস আই মোহাম্মদ মহসনি মস্তফা জানান, লাশরে বিষয়টি এলাকাবাসী নাকাপা পুলশি ক্যাম্পে জানালে তাদরে মাধ্যমে থানায় জানানো হয় পরে পুলিশরে একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করছে। এলাকার লোকজন উক্ত মৃত ব্যক্তরি নাম-পরচিয় শনাক্ত করতে না পারায় এ বিষয়ে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়রে প্রক্রয়িাধীন রয়ছে।