দীঘিনালায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়ীগতা ভুলে সম্প্রীতির হাত ধরি ” স্লোগান ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় বাংলা নববর্ষ ১৪৩১বঙ্গাব্দ উপলক্ষে সকল সম্প্রদায়ের অংশ গ্রহনে মঙ্গল শোভাযাত্রা মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। রবিবার (১৪এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ ১লা বৈশাখ উপলক্ষে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম। এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুল হক, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল হক, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী সহ সর্বস্থরের জাতিগোষ্ঠীর মানুষ নিজস্ব সাংস্কৃতির পোষাকে অংশগ্রহণ করে।
ভিন্ন ভিন্ন সাঁজে হাতে ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হটিকালচার সেন্টারে এসে শেষ হয়। পরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম বলেন, দীঘিনালায় যেকোনো ধরনের উৎসব মানেই হলো সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন। শান্তি ও সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে দীঘিনালার সকল সম্প্রদায় বদ্ধপরিকর। আগামীতেও আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে সম্প্রীতির দীঘিনালা গড়তে একযোগে কাজ করে যাবো সেই প্রত্যাশা সকলের কাছে।