কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাঘাইছড়িতে ফুলবিঝু অনুষ্ঠিত
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিঝু উৎসব শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করেছে উপজেলার চাকমা, জনগোষ্ঠী সহ সকল শ্রেণি-পেশা হাজারো মানুষ।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ঘাটে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর সহ সবাই স্ব-স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্যে দিয়ে নদীতে ফুল ভাসায়।
এদিকে ফুল বিঝু উপভোগ করতে বাঘাইছড়ি কাচালং নদীর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। বাঘাইছড়ি কাচালং নদীর জলে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আজ আমাদের খুব খুশির দিন। জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন সে প্রত্যাশায় ফুল ভাসানো হয়েছে।
বিঝু আয়োজক কমিটির লোকদের সাথে কথা বলে জানা যায়, তিনদিন ব্যাপী বিজু উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিজু উৎস পালন করা হবে।