বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি
এবার কেএনএফ এর আরেক সহযোগী লাল লয়ান সিয়াম বম আটক
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের সাঁড়াশি অভিয়ানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সহযোগী লাল লয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৯এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে আইনসৃংখালা বাহিনী সুত্র জানিয়েছেন।
পরে বুধবার (১০এপ্রিল) সকালে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোঃ নাজমুল হোছাইন। গ্রেপ্তারকৃত লাল লয়ান সিয়াম বম সদর ইউনিয়নের বেথেল পাড়া গ্রামে মৃত থন আলহ বম এর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফ এর এপর্যন্ত ৫৪ জন সদস্যকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদেরকে আদালতে নেয়া হলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই নিয়ে কেএনএফের সদস্যদের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৫৫জনে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে গতকাল রাতে কেএনএফ এর আরো এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত। তিনি আরো বলেন, পাহাড়ের সন্ত্রাসের নির্মূল করতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।