কাপ্তাই এ পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার এলাকার ভাড়া বাসায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার (৯এপ্রিল) সকাল ১১টায় ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড নতুন বাজার নবী হোসেন সওদাগারের তৃতীয় তলা বিল্ডিং হতে এর লাশ উদ্বার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম জাহিদ হাসান জয়। তিনি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) অধ্যায়নরত মেকানিক্যাল বিভাগের ৭ম বর্ষের ছাত্র। নিহত শিক্ষার্থীর পিতা মোঃ দুলাল উদ্দিন, মাতা- তাহেরা খাতুন, গ্রাম দত্তপাড়া, থানা রোড, ইশ্বরগঞ্জ ময়মনসিংহ জেলায় বসবাস করে। উক্ত বাড়ির পাশে বসবাসকারী ১০ম শ্রেণীর ছাত্র অংসেনু মারমা জানান, কক্ষের ভিতর হতে দুর্গন্ধ ও ফ্লোর হতে রক্ত বেরহচ্ছে দেখে বিল্ডিং মালিক নবী হোসেনকে সংবাদ তিনি থানায় খবর দেয়। পরে কাপ্তাই থানা পুলিশ ও দেবাশীষ সাহা (ওসি তদন্ত) এসে কক্ষের ভীতর ছিটকারী ভেঙ্গে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্বার করে।
বাড়ির মালিক ও কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন জানান, তিনি একটি কক্ষ নিজে ভাড়া থাকত। আমার জানামতে একজন ভাল ছেলে। তবে কি ভাবে কি হল বলতে পারছিনা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি) জানান, ধারনা করা হচ্ছে ৪/৫দিন আগে মারা গেছে। তবে কি ভাবে মারা গেছে তদন্তের বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মু.সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।