[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় দুস্থ নারী ও এতিমদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

৯৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সমাজের দুস্থ ও অসহায় ব্যক্তিদের অবহেলা না করে সমাজের বিত্তবানদের তাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়ানোর আহবান জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুস্থ ও অসহায় মানুষদের অবহেলা করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে ভালোবাসা, অনুপ্রেরণা ও সহায়তা করতে হবে। এতে তাদের হতাশাগ্রস্ত জীবনে আশার প্রদীপ জ্বলবে। রোববার (৭এপ্রিল) খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মাটিরাঙ্গা থানায় দুস্থ নারী ও অসহায়দের মাঝে ঈদের উপহার বিতরণকালে পুলিশ সুপার এ কথা বলেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জয়নাল আবদীন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মাটিরাঙ্গা থানার হলরুমে অসহায়, দুস্থ নারী ও এতিমদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ইফতারের পুর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।