[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে ১০০ পিস ইয়াবা ও মাদক কারবারী সহ মোটরসাইকেল আটক

৭৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল সদুকার্বারীপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মো.আব্দুল আজিজ প্রকাশ সাকির (২২) কে আটক করেছে রামগড় থানা পুলিশ। মঙ্গলবার (২এপ্রিল) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত মো.আব্দুল আজিজ চট্রগ্রাম জেলার ভূজপুর থানার বাগানবাজার এলাকার বাসিন্দা মোঃ শিপন ফকিরের ছেলে। থানা সুত্র জানায়, ওসি দেব প্রিয় দাশের তত্ত্বাবধানে, এসআই মোহাম্মদ জাফর আলম সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ আব্দুল আজিজ কে আটক করা হয়।

রামগড় থানার এসআই মোহাম্মদ জাফর আলম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধ্য রাত ১২ টা ৪৫ মিনিটে রামগড় থানাধীন পৌরসভার ০৮ নং ওয়ার্ড সোনাইপুল সদুকার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোনাইপুল হতে খাগড়াবিল গামী রাস্তার উপর হতে মোঃ আব্দুর আজিজকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও সুজুকি আরজিএসক্স ১৫০ মডেলের ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)দেব প্রিয় দাশ জানান, আসামির বিরুদ্ধে রামগড় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হলে আদালত হাজতে প্রেরণ করেন।