কাপ্তাইয়ের দূর্গম ভাঙামুড়ায় আগুনে পুড়লো ৪ টি বসতবাড়ি
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন দূর্গম ৩ নং ওয়ার্ডের ভাঙা মুড়া অগ্নিকান্ডে ৪বসত পুড়ে ছাই। শনিবার (৩০ মার্চ) দুপুর ২টায় ১১৯ নং ভাইয্যাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা হলুদ ধানের বীজসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত সব কিছু আগুনের পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার হতে পারে বলে হেডম্যান জানান। ঘরের সবাই জুমের কাজে চলে গেলে দুপুরে ঘরের চুলা থেকে আগুন লেগে যায় এতে ঘরে সব সবকিছুই পুড়ে যায়। বর্তমানে পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে বলে হেডম্যান জানিয়েছেন।