খাগড়াছড়ির পানছড়িতে সৎ পিতা কর্তৃক ধর্ষণের শিকার মেয়ে
॥ মোঃ ইসমাইল, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে সৎ পিতা কর্তৃক মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়ে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির আবদুল আউয়াল (৫৮) ও রিনা আক্তার এর সন্তান। ভিকটিম (১৪) জানায়, জন্মদাতা মা জীবিকার সন্ধানে ওমানে প্রবাসী হিসেবে থাকার সুযোগ পেয়ে তার সৎ পিতা গত ২ মাস ১০ দিন যাবৎ তাকে ৫ বার ধর্ষণ করে।
ঘটনার জেরে ভিকটিম বৃহস্পতিবার (২৮ মার্চ) তার সৎ পিতার বিরুদ্ধে পানছড়ি থানায় মামলা দায়ের করলে আসামী আবদুল আউয়াল কে আটক করে থানা পুলিশ।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, ভিকটিমের মামলার প্রেক্ষিতে আসামীকে আটক করে চালান প্রক্রিয়া সম্পন্ন করেছি। ঘটনাটি যাচাই-বাছাই করার জন্য মেয়েকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আসামীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় এবং ভিকটিমের বায়োলজিক্যাল পিতা মারা যাওয়ায় তার মা ভিকটিমকে নিয়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে আসামী আবদুল আউয়াল কে বিয়ে করেছিল।