[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে বন্যহাতির তান্ডবে লণ্ডভণ্ড আনাসার ব্রাক ও অফিসার কোয়াটার

১১৮

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর বক্স হাউজ এলাকায় বন্যহাতির তাণ্ডবে লল্ডভন্ড আনসার বাহিনীর ব্রাক ও অফিসার কোয়াটার। বৃহস্পতিবার (২৮মার্চ) দিবাগত রাত ৩টায় ৫/৬টি বন্যহাতির একটি দল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনীর ভিতর প্রবেশ করে এ তান্ডব চালিয়েছে বন্য হাতির একটি দল।

এসময় অফিসার কোয়াটার ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করার পর পাশে থাকা আনাসার ব্রাক, অফিসার কোয়াটারের দরজা, জানালা, আসবাবপত্র ও গাছপালা ভেঙ্গে লণ্ডভণ্ড করে দেয়। এসময় লোকজনের চিৎকারে পাশে থাকা অনেকেই ছুটে আসে। এবং পাশে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা সাইলেন্ট বাজিয়ে বন্যহাতি তাড়াতে সক্ষম হয়। তবে তার আগেই আনসার ব্রাক ও অফিসার্স কোয়ার্টার ভাংচুর করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, হাতি দল তান্ডব চালালে সবাই ভয়ে দিকবিদিক ছুটতে থাকে। পরে পাশে থাকা এর সাইলেন্ট বাজিয়ে এদেরকে তাড়ানো হয়। কর্ণফুলী সদর রেঞ্জ অফিসার মোঃ মামুনুর রহমান হাতির তান্ডবের কথা স্বীকার করেন। তিনি জানান, বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তান্ডব চালাচ্ছে। ঘটনাস্থলে শুক্রবার বিকাল ২টায় কাপ্তাই নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ও কাপ্তাই বন বিভাগের সহকারী বনসংরক্ষক মোঃ মাসুম আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষয়ক্ষতি সরকারিভাবে ব্যবস্থা করা হবে। কি পরিমান ক্ষতি হয়েছে তাৎক্ষনিক জানাতে পারেননি।