বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রেমলিয়ানা পাংখোয়া
॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা হাসপাতাল এলাকায় সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাঙ্গামটি পার্বত্য জেলা পরিদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে তিনি ঘটন্স্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মার্মা, উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তীসহ আ:লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পরিদর্শনের সময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন তাদের সমবেদনা জানান। এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের প্রকৃত ক্ষয়-ক্ষতি নিরূপণ করে জেলা পরিষদে একটি তালিকা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দ্দেশনা দেন। বৈদ্যুতিক শর্ট-সার্কিট হতে অগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে অগ্নিদুর্গতরা।
উল্লেখ্য, ২৭মার্চ বুধবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বিলাইছড়ি উপজেলা হাসপাতাল এলাকায় আকস্মিক অগ্নিকান্ড ঘটে। এতে ৫পরিবারের ঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্মিভুত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে কষ্টে জীবন যাপন করছেন।