কাঁচামরিচ ভর্তি দুটি বস্তার ভিতরে অভিনব কায়দা
খাগড়াছড়ির রামগড়ে মরিচের বস্তায় ৮কেজি গাঁজা সহ যুবক আটক
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আইনসৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল নিয়েই তাদের অপরাধ কার্যসাধন করে চলেছেই। এবার কাঁচা মরিচের বস্তায় করে নেশা দ্রব্য গাঁজা পাচার করার সময় হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। মঙ্গলবার (২৬মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশের একটি দল ৮ কেজি গাঁজা সহ এ যুবককে আটক করে।
আটক যুবকের নাম মোঃ রফিকুল ইসলাম (৩৭)। তিনি খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬মার্চ) রাতে রামগড় থানার এসআই মহসিন মস্তফা, মোঃ তারেক সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম কে আটক করা হয়েছে। রামগড় ইউনিয়নের বলিপাড়া এলাকায় কাঁচামরিচের বস্তায় বস্তায় গাঁজা ভর্তি করে পাচার করছিল। রামগড় থানা সূত্রে জানায় রাত ৮টায় বলিপাড়া এলাকা থেকে কাঁচামরিচ ভর্তি দুটি বস্তার ভিতরে অভিনব কায়দায় রাখা ৮ কেজি গাঁজা সহ মোঃ রফিকুল ইসলাম কে আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।