[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

উপজেলা পরিষদ নির্বাচন-২৪

কাপ্তাই উপজেলায় অওয়ামীলীগের ১ ডজন প্রার্থী এখন মাঠে

৯০

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে এবার উপজেলা পরিষদ এর নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে রাঙ্গামাটির কাপ্তাইয়ে। আসন্ন নির্বাচনেকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছে। এবার দলীয় প্রতীক না থাকায় মুক্ত নির্বাচনে অংশগ্রহণের প্রস্ততি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

এেিদক বিএনপি উপজেরা পরিষদ নির্বাচনে যাবে না বলে কেন্দ্রীয় ঘোষনা দেয়া হলে কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না। কাপ্তাই উপজেলায় আওয়ামীলীগের অন্তত ১ ডজন প্রার্থী উপজেলা পরিসদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্র ও জেলার নেতাদের সঙ্গে লবিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটারদের পক্ষে নিতে প্রার্থীর কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঘনঘন যোগাযোগ করছেন। জানা গেছে কেউ কেউ উঠান বৈঠক, ইফতার পার্টিসহ বিভন্ন পারিবারিক অনুষ্ঠানে যোগদান করে ভোট চাচ্ছে। অনেকে ব্যানার টাঙ্গিয়ে ভোট চাইছেন। এক কথায় নির্বাচনী তারিখ ঘোষনা না করলেও প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে দলীয় প্রতীক না থাকায় এবার হয়তো ভালোরাও একটা সুযোগ পেতে পারেন বলে মাঠ পর্যায়ের ভোটার অনেকেই জানিয়েছেন।

আওয়ামীলীগের এসব সম্ভাব্যপ্রার্থীর গণসংযোগ শুরু হলেও এখন পর্যন্ত দেখা মিলছে না অন্য কোন দলের নেতার। কাপ্তাই উপজেলায় দ্বিতীয় ধাপে ২৩ মে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রার্থীরা কৌশলে মাঠে নেমে পড়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে লড়াইয়ে গণসংযোগ করছেন উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, (সাবেক জেলা পরিষদ সদস্য), আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান), হাজী আব্দুল ওহাব (যুগ্নসম্পাদক উপজেলা আ’লীগ), মোঃ নাছির উদ্দিন (বর্তমান ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি),সুব্রত বিকাশ তনচংগ্যা ঝটিল (উপজেলা কৃষকলীগ সম্পাদক), বিপ্লব মারমা (সাবেক জাতীয় ফুটবলার ও ইউপি চেয়ারম্যান), নুর উল্যা ভুইয়া (উপজেলা আ’লীগ যুগ্নসম্পাদক), কামরুল হোসেন (ইউনিয়ন আ’লীগ সম্পাদক ও ঠিকাদার), ভাইসচেয়ারম্যান পদে আব্দুল হাই খোকন (উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক), ফারহানা আহমেদ পপি (উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,এম,বি,এ) ও বিউটি হোসেন (মহিলা বিষয়ক সম্পাদক রাঙ্গামাটি সেচ্ছেসেবক লীগ)। চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইসলাম চৌধুরী বেবী জানান ইউপি নির্বাচনে দল মত সকলের পাশে সুখে দুঃখে ছিলাম। এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি সুতরাং পাশ করলেও সকলের পাশে থাকব না করলেও থাকব। ভাইসচেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন জানান আমি সকলের দোয়া চাই এবং সমাজের কাজ করতে চাই। এবং মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা আহমেদ পপি জানান, আমার প্রয়াত বাবা ডাঃ আহমদ নবী চিকিৎসকের পাশাপাশি সাংবাদিকতা করেছে। আমি চাই নির্বাচিত হয়ে সকলের সেবা করতে।

উপজেরা নির্বাচন কার্যালয় সুত্র জানায়, কাপ্তাই উপজেলায় মোট ভোটার ৪৮হাজার ৮শত ৭৫জন। পুরুষ ভোটার ২৫হাজার ৬শত ৯৪জন ও মহিলা ভোটার রয়েছে ২৩হাজার ১শত ৮১জন।