মহান স্বাধীনতা দিবসে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাঙ্গামাটির নানিয়ারচরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সংগঠনটির উপজেলার সমন্বয়ক এবঙ চাকমা এর নেতৃত্বে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে নানিয়ারচর বাজার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ১মিনিট নিরবতা পালন করেন সংগঠনটির নেতৃবৃন্ধরা। এসময় বিশাল চাকমা, রিঝুম চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।