[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই থেকে পাচার করার সময় জ্বালানি কাঠসহ পিকাপ আটক

৩৬

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অভিযানে জ্বালনিকাঠসহ পিকাপ আটক। সোমবার (২৫মার্চ) রাতে রাইখালী রেঞ্জের টহলদল অভিযান চালিয়ে পাচারকালে কারিগর পাড়া হতে জ্বালানি কাঠসহ পিকাপ (চট্টগ্রাম -ক ৫৮২৯) জব্দ করা হয়।

বন বিভাগ সুত্র জানান এসব কাঠ পাচার কাজে জড়িত কাউকে তাৎক্ষনিক গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বন আইনে মামলা করা হবে। পিকাপে কি পরিমান কাঠ ছিল তা জানাতে পারেননি।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পাচারকালে টহলদলের স্টাফ তিনছড়ি বিট কর্মকর্তা শফিউদ্দিন মজুমদার, বাঙ্গালহালিয়া বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ লতিফ মালামাল জব্দ করে। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম (ডিএফও) জানান টহল অভিযান অব্যাহত থাকবে।