রামগড়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত
॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ২৫শে মার্চ গণহত্যা দিবসে তথ্য অফিস কর্তৃক গণহত্যার চলচ্চিত্র প্রদর্শন ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে গণহত্যা দিবসে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ,উপজেলা কৃষি অফিসার মোঃমিজানুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান।
এছাড়াও সভায় রামগড় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫শে মার্চের ঘটে যাওয়া সেই গণহত্যা ও ইতিহাসের কথা বর্ণনা করা হয়।