গণহত্যা দিবস স্মরণে দীঘিনালায় আলোচনা সভা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম।
বিশেষ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, সাংবাদিক এম মহাসিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।