নতুন নেতৃত্বে মিহির কান্তি ও ধনেশ্বর ত্রিপুরা
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা
॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা ও ৪র্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের মিলনপুরস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সাংগঠনিক গানের মাধ্যমে সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। এসময় বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রাক্তন সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, বিটিকেএসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিবিসু ত্রিপুরা; সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন, বিচার ও ভূমি বিষয়ক সম্পাদক সনজীব ত্রিপুরা; বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চামেলী ত্রিপুরা আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগঠনের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা ও দপ্তর সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা (হাতাই) যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সহ-সভাপতি পরিমল ত্রিপুরা। সভায় সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা।
আলোচনা বক্তারা বলেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা কেন্দ্রীয় কমিটির মুল শক্তি। সংগঠনের কার্যক্রমকে যথাযথ গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে এ সংগঠন কাজ করে যাচ্ছে, তা বর্তমানেও অব্যাহত রেখেছে। সভা শেষে খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখায় নতুন আজীবন সদস্যদের মাঝে সংগঠনের সনদপত্র তুলে দেন অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনের জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরাকে আহবায়ক করে ৫জনের একটি উপ-কমিটি গঠন করা হয়। পরে মিহির কান্তি ত্রিপুরাকে সভাপতি, সাধন ত্রিপুরাকে সহ-সভাপতি, ধনেশ্বর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক, তপন বিকাশ ত্রিপুরা (হাতাই)কে যুগ্ম সাধারণ সম্পাদক, খোকন বিকাশ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক, পলিসি ত্রিপুরাকে অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, মহেশ্বর ত্রিপুরাকে দপ্তর সম্পাদক, মনতোষ ত্রিপুরাকে তথ্য ও প্রচার সম্পাদক, অনক ত্রিপুরাকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, যুগান্তর ত্রিপুরাকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, চন্দ্র শেখর ত্রিপুরাকে ধর্ম, সমাজ কল্যাণ, দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক; এ্যাড. সৌরভ ত্রিপুরাকে আইন, বিচার ও ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক সম্পাদক, কনেব্রত ত্রিপুরাকে যুব ও ক্রীড়া সম্পাদক, চয়নিকা ত্রিপুরাকে মহিলা বিষয়ক সম্পাদক, তোয়ারী ত্রিপুরাকে যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক, জমেন্দ্র ত্রিপুরা ও প্রণব ত্রিপুরাকে নির্বাহী সদস্য করে ১৭জনের নতুন একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন কমিটির প্রধান নির্বাচন কমিশনার দয়ানন্দ ত্রিপুরা।