বাঘাইছড়ি সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবি’র শীতবস্ত্র বিতরণ
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খাগড়াছড়ি সেক্টর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক ১৫০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি’র ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার দুর্গম সীমান্তে শিয়ালদাহ পাড়া, কাইশ্যা পাড়া, অরুন পাড়া,ও লুইনথাংপাড়া, এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ৫৪ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি,জি, শিয়ালদহ পাড়া বিওপি’র, সুবেদার মাহাতাবব, বিওপি কমান্ডার কতৃর্ক বিওপি’র অন্যান্য পদবীর সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে (৫৪ বিজিবি)এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাজ্জামান, পিএসসি, জি, বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেন, এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করনে।