রাঙ্গামাটিতে ট্রাকলড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩
॥ মোঃ আরিফুর রহমান ॥
রাঙ্গামাটিতে ট্রাক লড়ি ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব কর।
তিনি জানান, সাপছড়ি এলাকায় ট্রাক লড়ির সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকী ২জনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় এখনো জানতে পারিনি।
স্থানীয় সূত্রে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোঃ হানিফ (৫০) ও নবীর হোসেন (৪৫) তারা দুইজনেই রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ স্বর্ণটিলা এলাকার বাসিন্দা ও পেশায় কাঠ মিস্ত্রি বলে জানা গেছে। স্থানীয়রা আরো জানায়, বৃহস্পতিবার সকালে অটোরিক্সাটি যাত্রী নিয়ে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। এসময় বিশালাকারের একটি ট্রাকলড়িও দ্রুতগতিতে রাঙ্গামাটিতে যাওয়ার সময় সামনে থাকা অটোরিক্সাকে চাপা দিয়ে পাহাড়ের নীচে ফেলে দেয়। এতে করে অটোরিক্সায় থাকা চালক যাত্রী সকলেই গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
এদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, দূর্ঘটনার পর আহত সৈকত চাকমা নামের একজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছে এছাড়াও মোঃ নূর আজিম নামের একজন গুরত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান।