[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

টাইব্রেকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্লাবের কাছে পলখাদুং একাদশের হার

৮৫

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে পলখাং দুং একাদশকে ১গোলের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্লাব। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনালে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জোন কমান্ডার লে: কর্ণেল এস এম মাহমুদুল হাসান পিএসসি। উদ্বোধক হিসেবে ছিলেন জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

এদিকে ফাইনাল খেলায় মুখোমুখি হয় পলখা দুং একাদশ বনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্লাব। শুরুতে ৩০ মিনিটের খেলায় দু দলের ছিল আক্রমন ছিল অসাধারণ মুহুর্ত। খেলায় যেমন উত্তেজনার টানটান তেমনি খেলার উপভোগে করতে চারিদিকে ছিল মাঠভরা দর্শক। ৭০ মিনিটের মাথায় দু দলেরই ১-১ গোলের ড্র হলে ৭০ মিনিটে বাশি বাজিয়ে দেন বাফুফে রেফারি তোফাজ্জল হোসেন জনি। পরে দুই দলের মধ্যে শুরু হয় টাইব্রেকার। টাইব্রেকারে ৫-৪ গোলে পলখাং দুং একাদশকে  হারিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলার শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্লাব সেরা গোলরক্ষক উমংসিং মারমা, পলখা দুং একাদশের  ম্যান অফ দ্যা ম্যাচ নুখ্যাই মং মারমা ও সর্বোচ্চ গোলদাতা হিসেবে এমং মারমা হিসেবে নির্বাচিত হন। পরে নির্বাচিত খেলায়ার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্লাবের দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে পৌর কাউন্সিল সৌরভ দাশ শেখর, ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহিন উদ্দিন, জেলা মানবাধিকার আইন সংস্থা ও সালিশ কেন্দ্রে সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় চৌধুরী, টুনার্মেন্টের পরিচালক বিপ্লব রায়, বাফুফে রেফারী তোফাজ্জল হোসেন জনিসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।