খাগড়াছড়িতে প্রায় দুই লক্ষ টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার ১
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
অবৈধ পথে আসা ১৯১ কার্টুন/বক্স সিলভার ন্যানো ওরিস ব্র্যান্ডের বিদেশী সিগারেট সহ এক যুবককে আটক করেছে খাগড়াছড়ির ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাইবোনছড়া ইউপির ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির বিপরীত পার্শ্বে মাসুদের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামী তনয় চাকমা (২৭) কে বর্ণিত বিদেশী সিগারেট সহ আটক করা হয়। সে ভাইবোনছড়া ইউপির চিত্তরঞ্জন পাড়ার বরেন্দ্র চাকমার ছেলে।
ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ। জব্দকৃত সিগারেটের মূল্য ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা।