[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি গর্জনতলীতে সরস্বতী পূজা উদযাপন

২১২

॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥

রাঙ্গামাটির গর্জনতলীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রয়ারী) সকালে রাঙ্গামাটি গর্জনতলী বলাকা ক্লাবের উদ্যোগে অখণ্ডমন্ডলী মন্দির প্রাঙ্গনে পুরহিত বাসু চক্রবর্তীর সূচনায় এ পুজার অনুষ্ঠিত হয়।

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। গর্জনতলীতে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।

পূজা উদযাপন অনুষ্ঠানে যুগ্ন আহবায়ক তপু ত্রিপুরা, সদস্য সচিব ইমন ত্রিপুরা, সৈকত ত্রিপুরা, রাসেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, উপল ত্রিপুরাসহ অসংখ্য শিশু,  ছাত্র-ছাত্রী,  কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা উপস্থিত ছিলেন।

পুজা উদযাপন কমিটির আহবায়ক কুশল ত্রিপুরা জানান, প্রতি বছর আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় এদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা করা হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা আজ মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করেন। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন।