[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি গর্জনতলীতে সরস্বতী পূজা উদযাপন

২১০

॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥

রাঙ্গামাটির গর্জনতলীতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রয়ারী) সকালে রাঙ্গামাটি গর্জনতলী বলাকা ক্লাবের উদ্যোগে অখণ্ডমন্ডলী মন্দির প্রাঙ্গনে পুরহিত বাসু চক্রবর্তীর সূচনায় এ পুজার অনুষ্ঠিত হয়।

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। গর্জনতলীতে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।

পূজা উদযাপন অনুষ্ঠানে যুগ্ন আহবায়ক তপু ত্রিপুরা, সদস্য সচিব ইমন ত্রিপুরা, সৈকত ত্রিপুরা, রাসেল ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, উপল ত্রিপুরাসহ অসংখ্য শিশু,  ছাত্র-ছাত্রী,  কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধা উপস্থিত ছিলেন।

পুজা উদযাপন কমিটির আহবায়ক কুশল ত্রিপুরা জানান, প্রতি বছর আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় এদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা করা হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা আজ মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করেন। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। পূজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহণ করবেন।