[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় বিজিবির বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও কম্বল বিতরণ

৮৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পাহাড়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা বঞ্চিত হত-দরিদ্র ও দু:স্থ শতাধিক পাহাড়ি-বাঙ্গালীর মাঝে স্বাস্থ্য সেবা ও বিনামুল্য ঔষধ বিতরণ সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দুর্গম বড়নাল বিওপিতে স্বাস্থ্য সেবা ও বিনামুল্য ঔষধ বিতরণসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, পিএসসি। ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (পলাশপুর বিজিবি) দিনব্যাপী এ কর্মসুচীর আয়োজন করে।

পলাশপুর জোনের মেডিকেল অফিসার (এমও) মেজর মোঃ তৌহিদ মোস্তফার নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে তিন শতাধিক চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

পলাশপুর জোনের মেডিকেল অফিসার (এমও) মেজর মোঃ তৌহিদ মোস্তফা বলেন, পাহাড়ের প্যত্যন্ত অঞ্চলে বসবাসরত অনেক হত-দরিদ্র মানুষ অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক অনটনের কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতেই আমাদের এ উদ্যোগ।

পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবি সীশান্ত সুরক্ষার পাশাপাশি সবসময়ই মানবিক দায়িত্ববোধ থেকে সাধারন মানুষের পাশে দাড়িয়েছে। সম্মান ও সহমর্মিতা নিয়ে আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও বিজিবি সাধারন মানুষের পাশে থাকবে।

পলাশপুর জোনের এমন মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুর্গশ জনপদে ৪০ বিজিবি‘র স্বাস্থ্য সেবা ও বিনামুল্য ঔষধ বিতরণ সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে।