[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ভোট ফর ধানের শীষ ভোট ফর ওয়াদুদ ভুঁইয়া রামগড়ে গণসংযোগকাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮তম কঠিন চীবর দান উদযাপনরাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমনপার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমাকাপ্তাই এ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রম তরাম্বিত করার লক্ষ্যে কাপ্তাই এ সভালংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহনখাগড়াছড়ির আলুটিলায় স্কুল শিক্ষিকা ধর্ষণ ঘটনায় যুবক আটকহালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দকাপ্তাই ১০আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রুমায় অস্ত্রধারীর গুলিতে যুবক গুরুতর আহত

৭১৭

॥ রুমা প্রতিনিধি ॥

বান্দরবানের রুমায় চাঁদা না পেয়ে উহ্লাচিং মারমা নামে এক যুবককে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে রুমার রিঝুক পাড়া গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রিঋুক পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে ১৭ জনের সশস্ত্র এক দল রিঝুক পাড়াতে প্রবেশ করে। সেখানে গ্রামবাসীর থেকে চাঁদা দাবি করা হয়। তাদেরকে চাদাঁসহ কোনকিছু না দেওয়াতেই গ্রামবাসীর উপর অত্যাচারের পাশাপাশি গুলিবর্ষণ শুরু করে। পরে পাড়াবাসীরা গুলির ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। এসময় বাড়ির বাইরে থাকা উহ্লাচিং মারমা নামে এক যুবককে উদ্দ্যশ্যে করে গুলি করলে ঘটনাস্থলে আহত হন উহ্লাচিং মারমা। পরে স্থানীয়রা উদ্ধার করে রুমা সদর হাসপাতালের ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় স্থানীয়রা কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট (কেএনএফ) জড়িত বলে জানান। আহত উহ্লাচিং মারমা, রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রিঝুক পাড়া গ্রামে মৃতঃ মনাক মারমার ছেলে বলেও জানান।

সত্যতা নিশ্চিত করে ২নং রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, চাঁদা না পেয়ে গ্রামবাসীদের উপর বিনাকারণে গুলি চালিয়েছে কেএনএফ সদস্যরা। গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রুমা সচেতন নাগরিক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে রুমা থানা এস আই মিদল জানিয়েছেন গুলিবিদ্ধ যুবক বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় এখনো কেউ মামলা করেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মাসেও রোয়াংছড়ি-রুমা সড়কের পাশে বাঙ্কার তৈরী করে চাঁদা আদায় করে আসছিল কেএনএফ সদস্যরা। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে এসব ধ্বংস করা হয়। আবার কয়েকদিন পর রুমা পাইন্দু চেয়ারম্যান উহ্লামংকে চাঁদাদাবী করে বগালেক থেকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা। এরপর থেকে কেএনএফ চাদাবাজি,অপহরণ, বিহারে গিয়ে হয়রানী খুন সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের কারণের অতিষ্ঠ হয়ে উঠে রুমার সর্বসাধারণ মানুষ।