[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের রুমায় কাঠ বোঝাই ট্রাক গাড়ি উল্টে এক শ্রমিক নিহত ও আহত ২

৭১

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলায় গাছ বোঝাই ট্রাক উল্টে এক শ্রমিক নিহত সহ আরো ২ জন গুরুতর আহত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কেউক্রাডং সড়কের মুনলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

নিহতের নাম অনিল ত্রিপুরা (২৯) ৩ নং ওয়ার্ড পলি মোজা ২নং রুমা সদর ইউপির বৈথনি পাড়া এলাকার অহাচন্দ্র ত্রিপুরার ছেলে। আহতরা হলেন পাইন্দু ১ নম্বর ওয়ার্ডের মংসেপ্রু পাড়ার মং চু থোয়াইয়ের ছেলে প্রুসাও মার্মা (৪৮) ও রুমা সদর ইউপির থানা পাড়া এলাকার হ্লাথোয়াইপ্রু’র ছেলে নুহ্লাচিং মার্মা (৩৫) বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রুমা-কেউক্রাডং সড়কের গাছ বোঝাই করে রুমার দিকে যাওয়ার পথে মুনলাই পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছসহ গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৈথনি পাড়া এলাকাবাসীএবং স্ত্রী দেখতে আসেন। নিহত অনিল ত্রিপুরার এক ছেলে আর দুই মেয়ে রয়েছে। তার পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি।

স্থানীয়রা জানায়, রুমা-কেউক্রাডং সড়কের কাঠ বোঝাই করে রুমার দিকে যাওয়ার পথে মুনলাই পাড়া এলাকায় পৌছালে গাছসহ গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে শ্রমিকটি নিহত হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল হতে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে পলিশ জানান।