[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

নানিয়ারচর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া’র পুরষ্কার বিতরণ

২২১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদিব কান্তি দাশ, ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করে ভালো ফলাফল করলে চলবে না। তার ফাঁকে মেধা বিকাশে খেলাধুলায় নিজেকে মনোনিবেশ করতে হবে। বিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সুনজর রাখতে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। পুনরায় তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে বিদ্যালয়ে সার্বিক বিষয়ে সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ত্রিদিব কান্তি দাশ বলেন, ছাত্রীদের সুস্থ প্রতিভা বিকাশে বেশি বেশি লেখাপড়া করতে হবে, পাশাপাশি রীতিমতো শরীরচর্চা করতে হবে। কারণ লেখাপড়ার জন্য সুস্থ শরীর ও মনের প্রয়োজন পরে। এজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। এতে শিক্ষার্থীদের পড়া লেখার উৎসাহ আরো বেড়ে যায়। শিক্ষার্থীদের পাঠদান এর সাথে খেলাধুলা সম্পৃক্ত হওয়ায় এতে তারা ব্যাপক উৎসাহে অংশ নিয়ে নৈতিকতা সহ বিভিন্ন বিষয় বুজতে পারে।

সভাপতির বক্তব্যে মোঃ আমিমুল এহসান খান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে। স্মার্ট জাতি গঠনে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষার্থী ও অভিভাবকদের স্মার্ট হতে হবে। পরে আমন্ত্রিত অতিথিবৃন্ধ বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন।