[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে ৪ হত্যার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের ছাত্র ধর্মঘট পালিত

৭৬

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে ছাত্র-যুব নেতা বিপুল, সুনীল, লিটন, রুহিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে খাগড়াছড়ি জেলায় স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। রবিবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বানে এই ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

ধর্মঘটের সমর্থনে খাগড়াছড়ির দেড় শতাধিক প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীরা ক্লাশে যোগদান করেনি। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান থাকায় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও চলেনি শ্রেণী কার্যক্রম।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি জেলার দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত পাহাড়ি শিক্ষার্থী স্কুল কলেজে না গিয়ে ছাত্র-যুব নেতা বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। উক্ত দাবিতে এর আগে শিক্ষার্থীরা স্বাক্ষর সংগ্রহ অভিযান ও ৪ ফেব্রুয়ারি পানছড়ি উপজেলায় ছাত্র ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সমর্থন জানিয়েছেন। তিনি আরো বলেন, ছাত্র সমাজ পাহাড়ে শাসকগোষ্ঠী গোষ্ঠীর অন্যায় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থেকেছে। ধর্মঘট কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে খাগড়াছড়ি ছাত্র সমাজ তা আবারো প্রমাণ করেছে।

অমল ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানছড়িতে ৪ জন হত্যাকাণ্ডের ঘটনা দুই মাস পূর্ণ হলেও প্রশাসন এখনো হত্যাকারীদের গ্রেফতার করেনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। এদিকে ধর্মঘট কর্মসূচি পালন শেষে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি সদরে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের স্ব স্ব শাখার উদ্যোগে মিছিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৩- পানছড়ির অনিলপাড়ায় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহ—সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ—সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার-বিচারের দাবিতে গত ২০ জানুয়ারি ২০২৪ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ৫ সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ছাত্র ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হয়।