খাগড়াছড়িতে গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলায় আটক দুই
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শাপলা চত্বরের মুক্ত মঞ্চের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়, ধর্ষণের বিরুদ্ধে নানা লেখা সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন দেখা যায়।
সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসসির চবি শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাথোয়াই অং মারমা। সমাবেশে সংহতি জানিয়ে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, রাঙ্গামাটি মেডিকেল শিক্ষার্থী ক্যচিংনু মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী নুচিং মারমা, ছাত্র নেতা কৃপায়ন ত্রিপুরা, বিএমএসসির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। বক্তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী নারীদের উপর বহুকাল হতে চলা নিপীড়ন-নির্যাতনের, ধর্ষণ, হত্যা, শ্লীলতাহানির কথা তুলে ধরেন।বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ হয়েছে তার একটিরও বিচার সঠিকভাবে হয়নি। প্রতিনিয়ত পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী নারীদের উপর সহিংসতা বেড়ে চলেছে। বক্তারা অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, অন্যথায় বিএমএসসি ও সচেতন ছাত্র সমাজ এর প্রতিবাদে আরো কঠো কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ ঘটনায় মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটক করতে সক্ষম হন। গ্রেফতার কৃত ব্যক্তিদের যথাযথ পুলিশী নিরাপত্তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলো, কাটিং টিলা এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহাদাত হোসেন প্রঃ সাজু (২৫) ও চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকার মৃত মেছের আলীর ছেলে মোঃ শাহজালাল প্রকাশ টুলু মিয়া (২২)।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের বলেন, ঘটনা শোনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও মহালছড়ি থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা নিতে নির্দেশ দিই। অভিযোগকারীর তথ্যমতে তারা আসামী দুইজনকে আটক করে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কেউ অপরাধ করলে তাদেরকে অব্যশই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য যে, গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২ টার দিকে চৌংড়াছড়ি যৌথখামার এলাকায় ভিকটিম গৃহস্থালি কাজের জন্য কুয়া (পাহাড়ি ঝর্না) থেকে পানি সংগ্রহ করতে গেলে আগে থেকে উঁৎ পেতে থাকা দুই ব্যক্তি ভিকটিম এর উপর ঝাপিয়ে পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিক্তিম বাঁচাও বলে চিৎকার করলে ভিকটিম এর স্বামী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ভিকটিম নিজেই বাদী হয়ে গতকাল মহালছড়ি থানায় ধর্ষণ চেষ্টাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।