বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বিদায়ের শেষ জীবনে সকল স্মৃতি আমার স্বার্থক হয়ে থাকবে: সহকারী শিক্ষক প্রতিময়
॥ বরকল প্রতিনিধি ॥
“শিখার জন্য প্রবেশ করো, সেবার জন্য বেরিয়ে পড়ো” এ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির বরকল উপজেলায় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ৩৫তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সহকারী শিক্ষক প্রতিময় চাকমা কে অবসরকালীন বিদায় ও আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবার (৯ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষীরাজ চাকমা এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা(সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ও সহকারী শিক্ষক প্রতিময় চাকমা,বরকল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাধন চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কালি কিংকর চাকমা, বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রিনা দেওয়ান প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, জাতি গঠনে শিক্ষকদের অবদান অতুলনীয়। আজকে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা না থাকলে ৩৫তম এসএসসি পরীক্ষার্থীর ব্যাচ দেখা সম্ভব হতো না। বরকলে বিরাজমান পরিস্থিতি সময়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠায় যে শিক্ষকরা অবদান রেখেছেন বরকলবাসী তাদের সারাজীবন মনে রাখবে। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জীবনটা তোমার এবং নিজের। সুতরাং নিজের জীবনকে সাজিয়ে তোলার দায়িত্বও নিজের। তাই নিজেকে মানুষেরব মতো মানুষ হতে হবে, নৈতিকতা সম্পন্ন হতে হবে এবং মূল্যবোধে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে হবে। আর জীবনকে আলোকিত করতে গেলে নিজেদের সুশৃঙ্খল হতে হবে। সুশৃঙ্খল জীবন ছাড়া উন্নতি সম্ভব নয়। আগামী দিনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে নতুন প্রজন্মকে ভালোভাবে ভাবতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সহকারী শিক্ষক প্রতিময় চাকমা বলেন, আমার স্বপ্ন ছিলো ব্যবসায়ী হওয়া। কিন্তু বিভিন্ন বাস্তবতার কারণে তা হতে পারিনি। বরকল উপজেলায় বিরাজমান পরিস্থিতি মধ্যে বরকল উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৎকালীন এক সেনা কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রথম বরকল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। অনেক বাঁধা উপেক্ষা করে সহকর্মীদের সাথে নিয়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালিয়েছি। দিনশেষে অনেক কষ্টের বিনিময়ে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। বিদায়ের শেষ জীবনে সকল স্মৃতি আমার স্বার্থক হয়ে থাকবে। আমি আশা করি সততার সাথে কাজ করলে একসময় সফল হওয়া সম্ভব।
সভাপতি বক্তব্য প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন, শিখার জন্য প্রবেশ করো,সেবার জন্য বেরিয়ে পড়ো এ স্লোগানকে সামনে রেখে ৩৫ পূর্বে আজকের বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। যার ফলশ্রুতিতে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় আমদের বিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা কর্মজীবনে ভূমিকা রেখে যাচ্ছে। আশা করি এবারে এসএসসি পরীক্ষার্থীরাও সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়বে। তাদের সফলতা হবে শিক্ষকদের স্বার্থকতা।শিক্ষকতা পেশা একটি মহৎ পেশা। এই পেশা মানুষের মাঝে জীবন উজাড় করে দেয়া হয় কিন্তু বিনিময়ে কোনকিছু নেয়া হয় না। যা অন্যসব পেশার চেয়ে ভিন্ন।আজকে আমাদের বিদ্যালয় অগ্রজ এবং প্রতিষ্ঠাতা শিক্ষক নিয়মের ধারাবাহিকতায় অবসরে যাচ্ছেন। অত্র বিদ্যালয়ে তার রেখে যাওয়া অবদান বিদায়ের পরবর্তী সকল শিক্ষক স্বরণে রাখবে এবং কৃতজ্ঞ থাকবে। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।